October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা জীবনধারা

Marathon : বনাঞ্চলকে রক্ষার দাবিতে আয়োজিত হতে চলেছে ম্যারাথন

শিলিগুড়ি , ৫ মে : শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ম্যারাথন |

দার্জিলিং পাহাড় , তরাই , ডুয়ার্সের বিস্তীর্ণ অরণ্যকে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা দেওয়া ও বনাঞ্চলকে রক্ষার দাবিতে আগামী ৪ জুন বিশ্ব পরিবেশ দিবসের আগের দিন ম্যারাথনের আয়োজন করা হয়েছে । ম্যারাথনের আয়োজন করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে ম্যারাথনের বিষয়ে জানান বিজ্ঞান মঞ্চের সদস্যরা । ওই দিন শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় থেকে সকাল ছ’টায় ম্যারাথন শুরু হবে ৷ শেষ হবে শুকনায় । এই ম্যারাথনে তিনটে পর্যায় থাকছে । ৫ কিলোমিটার , ১০ কিলোমিটার ও ২৫ কিলোমিটার এই তিন পর্যায়ে ওই ম্যারাথন হবে। ২৫ কিলোমিটার ম্যারাথনটি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় থেকে সুকনা এবং সুকনা থেকে ফের ওই বিদ্যালয়ে ফেরত পর্যন্ত হবে ।

১০ কিলোমিটার ম্যারাথনটি বিদ্যালয় থেকে শুরু করে দার্জিলিং মোড় এবং বিদ্যালয় পর্যন্ত ফেরত যাবে । পাশাপাশি ৫ কিলোমিটার ম্যারাথনটি বিদ্যালয় থেকে শুরু করে এয়ারভিউ মোড় এবং ফেরত বিদ্যালয় পর্যন্ত হবে । বয়সের কোন ভাগ রাখা হয়নি ৷ ২৫ কিলোমিটার ম্যারাথনে প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার ও তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। প্রাক্তণ অলিম্পিয়ান হকি দলের অধিনায়ক ভরত ছেত্রী ওই দিন উপস্থিত থাকবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *