শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়ির সামনে ধর্ণায় তৃণমূল কংগ্রেস ।
বিগত ন’দিন ধরে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউস এর পক্ষ থেকে লাগাতার ধর্ণা চলছে বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়ির সামনে। মূলত চা শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতেই তৃণমূল শ্রমিক সংগঠন এর এই ধর্ণা ।
তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যতদিন না পর্যন্ত চা শ্রমিকদের বিভিন্ন দাবি মিটছে ততদিন পর্যন্ত চা শ্রমিকদের নিয়ে আন্দোলন চালিয়ে যেতে । তারই অঙ্গ হিসাবে দার্জিলিং জেলা আইইনটিটিউস এর পক্ষ থেকে ১০ দিন ব্যাপী বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়ির সামনে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয় । আজ তার নবম দিন।
শুধু দার্জিলিং জেলা নয় জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার , ডুয়ার্স সহ আরও বিভিন্ন জায়গায় তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই দশ দিন ব্যাপী ধর্ণা প্রদর্শন করা হচ্ছে । আজ বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়ির সামনে দার্জিলিং জেলা আইএনটিটইউসির ধর্ণা মঞ্চে এসে পৌঁছান আইএনটিটইউসি সর্বভারতীয় সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ধর্ণা মঞ্চ থেকে তিনি পরিষ্কার জানিয়েছেন , যতদিন না পর্যন্ত কেন্দ্রের সরকার চা শ্রমিকদের দেনা পাওনা মেটাচ্ছে ততদিন পর্যন্ত চলবে আন্দোলন । পরবর্তীতে আন্দোলন ও গড়ে তোলা হবে |