শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : তুষারপাত তো হচ্ছে , হওয়ারই কথা । কিন্তু তাই বলে পারদ পতন মাইনাস আট ডিগ্রিতে ! অবিশ্বাস্য ঠেকলেও এটাই ঘটেছে উত্তর সিকিমের ছাঙ্গুতে । বুধবার বিকেলে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও , রাতে তা পৌঁছে যায় মাইনাস ৮-এ । ফলে সর্বত্র বরফের মোটা আস্তরণ তৈরি হয় ।
ভারী তুষারপাত অব্যাহত লাচেন , লাচুং , গুরুদুম্বারেও । গ্যাংটকের বৃষ্টি বলছে , শহরে তুষারপাত শুধু সময়ের অপেক্ষা । এদিকে তুষারপাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দার্জিলিং পাহাড়েও । ইতিমধ্যে তাপমাত্রা ঠেকেছে ১ ডিগ্রিতে । সেই সঙ্গে গতকাল রাতে বৃষ্টি হয়েছে । পাশাপাশি বৃষ্টি হয়েছে সমতল শিলিগুড়িতেও । দুই দিন কুয়াশাচ্ছন্ন থাকলেও , এবার আকাশ অনেকটাই পরিষ্কার ।