শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : বনকর্মীদের নজর এড়াতে আবারও অভিনব কায়দায় কন্টেনারে করে কাঠ পাচারের চেষ্টা । বানচাল করল বনদপ্তর |
একের পর এক সাফল্য বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার ভোররাতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের পানিকৌড়ি এলাকা থেকে একটি কন্টেনার আটক করে বনকর্মীরা । ওই গাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকার চোরাই বার্মা কাঠ । বনদপ্তর সূত্রে জানা গেছে , অসম থেকে কলকাতার উদ্দেশ্য যাচ্ছিল কন্টেনারটি ।
এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর । ধৃতের নাম এখলাস তিনি হরিয়ানার বাসিন্দা । আগামীকাল ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ।