শিলিগুড়ি , ২২ এপ্রিল : শহরের জল সরবরাহ ব্যবস্থা আরও মজবুত করতে শিলিগুড়ি পুরনিগমের তরফে ৫০০০ লিটারের দশটি জলের ট্যাঙ্ক পরিষেবা শুরু করল আজ থেকে । শনিবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , এমএমআইসি দুলাল দত্ত , কাউন্সিলর মানিক দে-সহ পুরনিগমের অন্যান্য আধিকারিকরা।
পুরনিগম সূত্রে জানা গেছে , দশটি ট্যাঙ্কের মধ্যে আটটি শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহে ব্যবহৃত হবে । বাকি দুটি ট্যাঙ্ক শহরের গাছপালায় জল দেওয়ার জন্য ব্যবহার করা হবে। প্রশাসনের দাবি , এই উদ্যোগ শহরের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।