October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Stadium : ইনডোর স্টেডিয়াম সেজে উঠছে নতুন ভাবে !

শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারী : শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামকে পুনরায় নতুন রূপে সাজিয়ে তুলতে তৎপর শিলিগুড়ি পুরনিগম | সেই লক্ষ্যে পুরনিগমের আধিকারিক ও বস্তুকারদের নিয়ে বেশ কয়েকবার ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

সোমবার ফের একবার বাস্তুকার ও পুর আধিকারিকদের নিয়ে ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র । এদিন মেয়র জানান , ইনডোর স্টেডিয়ামকে পুনরায় নতুন রূপে সাজিয়ে তোলার পাশাপাশি তিন নম্বর বোরো অফিসকে সাময়িকভাবে শিলিগুড়ির ইনডোর স্টেডিয়ামে স্থানান্তরিত করা হবে ।

ইনডোর স্টেডিয়ামেই পুরনিগমের একটি বিভাগের দপ্তর তৈরি করা হবে । এছাড়া তিনি আরও জানান , শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর বোরো অফিসকে অস্থায়ী ভাবে ইনডোর সেটডিয়ামে স্থানান্তরিত করতে এদিন তিনি ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *