শিলিগুড়ি , ৬ সেপ্টেম্বর : শিলিগুড়িতে নবম শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু | ঘটনাটি মাটিগাড়া থানার কদমতলার ।
১৫ বছরের শারল্লা ঠকচম কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ।
সূত্রের খবর ওই ছাত্রীর মা বিএসএফে কর্মরত ।
কদমতলা বিএসএফ ক্যাম্পের সামনের একটি আট তলা বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী ।
তার সুইসাইড নোট আট তলার উপরে রেখে লাফ । সুইসাইড নোটটি একটি ঘড়ি দিয়ে চাপা দিয়ে রেখে লাফ দেয় ছাত্রী । বিএসএফের আবাসন থেকে ওই বিল্ডিং এ গিয়ে লাফ দেয় ।
সুইসাইড নোট এ সে লিখে যায় , তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় । সে পড়াশুনায় ভালো নয় ।
মৃতা ছাত্রীর বাবার নাম অজিত কুমার সিং। ওই আবাসনে ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
ওই আবাসনে ঢোকার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ । নবম শ্রেণীর ওই ছাত্রী পরীক্ষাতে ফল খারাপ করেছে সেই কারণেই আত্মঘাতী বলেই অনুমান মাটিগাড়া থানার মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশের । আজ হবে ময়নাতদন্ত ।
ঘটনা
Student : নবম শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু !
- by Soumi Chakraborty
- September 6, 2025
- 0 Comments
- Less than a minute
- 223 Views
- 7 hours ago
