শিলিগুড়ি , ২৯ এপ্রিল : মাদক সহ গ্রেপ্তার হল একজন সিভিক ভলেন্টিয়ার সহ আরও এক যুবক । শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে মাদক সহ গ্রেপ্তার করল এসএসবি ।
গতকাল রাতে বাইক নিয়ে মাদক নিয়ে নকশালবাড়ি থেকে পানিট্যাঙ্কি দিকে যাচ্ছিল ২ যুবক । গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির বেঙ্গাইজোতে বাইকটি আটক করে এসএসবি। আটক বাইকে থাকা ২ জনের হেফাজত থেকে ২৩৪ গ্ৰাম মরফিন উদ্ধার করেছে এসএসবি ।
পরে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি । ধৃতরা হল শ্যামলাল সিংহ , নকশালবাড়ির মাল্লাবাড়ি এবং সহদেব বর্মন নকশালবাড়ির কমলা জোতের বাসিন্দা । ধৃত শ্যামলাল নকশালবাড়ি থানার সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিল | ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।