Khabar Samay Bangla Blog অপরাধ Drug : ট্রেনে করে নেশার সামগ্রী পাচারের ছক বানচাল , গ্রেপ্তার ২
অপরাধ

Drug : ট্রেনে করে নেশার সামগ্রী পাচারের ছক বানচাল , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ২৫ জানুয়ারী : শিলিগুড়ি এসপি (SP) কুনয়ার ভূষণ সিং এর কাছে গোপন সূত্রে খবর আসে যে শিলিগুড়ির NJP স্টেশন দিয়ে ব্রাউন সুগার পাচার হচ্ছে | সেই খবর পাওয়ার পরে এসওজির ওসি আয়ত্রী গাঙ্গুলী তদন্তে নামে | এনজেপি জিআরপির আইসি প্রেমাশীস চট্টরাজ 15630 নওগাঁ এক্সপ্রেস এর জেনারেল কম্পার্টমেন্টে হানা দিয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করেন |

তল্লাশি করতেই ৫২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে জিআরপি | এনজেপি পুলিশ সূত্রে জানা যায় , উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১৫ লাখ | ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি GRP । ধৃত ব্যক্তিদের নাম মুস্তাক শেখ এবং রাকিব শেখ ।

পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে গোয়াহাটি থেকে মালদার দিকে যাচ্ছিল এই পাচারকারীরা | শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে তোলে রেল পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version