Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Medical : মিউকর মাইকোসিস রোগে আক্রান্ত যুবতীর বিরল অস্ত্রপচার
উত্তরবঙ্গ খেলা

Medical : মিউকর মাইকোসিস রোগে আক্রান্ত যুবতীর বিরল অস্ত্রপচার

শিলিগুড়ি , ২৪ জানুয়ারী : মিউকর মাইকোসিস রোগে আক্রান্ত যুবতীর বিরল অস্ত্রপচার করে নজির তৈরি করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগ। গত সাত আট বছর ধরে সাধারণ মাথাব্যাথা , ঠান্ডা , সর্দি , হাঁচি ও স্নায়ুর রোগে ভুগছিল শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের মুরালিগছের বাসিন্দা তুলি বেগম ( ২৭)। হাত ওঠাতে না পারা, কোমড়ে ব্যাথার মতো সংক্রমণও ছিল ।

প্রথমে সাধারণ জ্বর ও সাইনাসের সমস্যা ভাবে যুবতীর পরিবার । গত বছর ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসে যুবতীর পরিবার । সেখানে ডিসেম্বর মাসেই তার সাইনাসের অস্ত্রপচার হয় । কিন্তু যুবতীর সমস্যা নিয়ে চিকিৎসকদের সন্দেহ থেকে যায় । যে কারণে চিকিৎসকরা পরে তার সোয়াব টেস্ট করায় ও বায়োপসি করানো হয়।

মেডিকেলের ভাইরাল রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবরেটরি থেকে সেইসব রিপোর্ট আসলে চমকে যান চিকিৎসকরা । রিপোর্টে ধরা পরে যুবতী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত । তার নাক ও মাথার খুলির একাংশ ওই ব্ল্যাক ফাঙ্গাসে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল । এরপরই তড়িঘড়ি ফের অস্ত্রপচারের উদ্যোগ নেন ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো । চিকিৎসকদের একটি বিশেষ টিম তৈরি করে বৃহস্পতিবার ওই যুবতীর অস্ত্রপচার করা হয় । শুক্রবার যুবতী স্থিতিশীল হলে অস্ত্রপচার সম্পর্কে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version