শিলিগুড়ি , ১ অগাষ্ট : উত্তরবঙ্গের খ্যাতনামা লোকশিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত নগেন্দ্রনাথ রায় বর্তমানে অসুস্থ অবস্থায় শিলিগুড়ির শিবমন্দির সংলগ্ন বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আজ তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার।
বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী। হাসপাতালে পৌঁছে তিনি নগেন্দ্রনাথ রায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
ড. মজুমদার জানান , “নগেন্দ্রনাথ রায় উত্তরবঙ্গের গর্ব। তার সুস্থতা কামনা করি । সংস্কৃতি ও লোকসঙ্গীত জগতে তার অবদান অসামান্য।”
প্রসঙ্গত, লোকসঙ্গীতের প্রসারে তার বহু দশকের অবদানকে স্বীকৃতি দিয়ে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে । বর্তমানে তার চিকিৎসার জন্য চিকিৎসক দল যথাযথ নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।