শিলিগুড়ি , ৭ জানুয়ারী : মাদকের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের । বাগডোগরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে বাগডোগরার হাঁসখোয়া মোড় পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ২৮০ গ্রাম ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেপ্তার করে স্পেশাল অপারেশন গ্রুপ ।
সোমবার বিকেলে স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশের কাছে খবর আসে ২৮০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবক হাসখোয়া মোড় সংলগ্ন এলাকায় অপেক্ষা করছে । এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ । ২৮০গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয় দুই যুবককে । ধৃতদের নাম টিপু সুলতান এবং সুজন সাহা ।
অভিযুক্ত দু’জনের মধ্যে টিপু সুলতানের বাড়ি বাগডোগরা এবং সুজন সাহার বাড়ি মালদার কালিয়াচকে । ধৃত ২ যুবক একটি মোটর বাইকে ওই মাদক পাচার করছিল । বর্তমানে বিএনএস আইন অনুযায়ী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ম্যাজিস্ট্রেট পর্যায়ের পুলিশ কর্তা এসিপি ওয়েস্ট টু দেবাশীষ বোসের নেতৃত্বে মাদকের দুই কারবারীকে গ্রেপ্তার করে বাগডোগরা থানার পুলিশ ।
ধৃত ২ যুবককে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করেছে বাগডোগরা থানার পুলিশ । ধৃত ২ যুবক এই মাদক কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কাকে বিক্রির উদ্দেশ্যে বাগডোগরা অপেক্ষারত ছিল তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।