শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : পাচারের আগেই পুলিশের হাতে মহিষ সহ দুই পাচারকারী ।
বিহার থেকে মহিষ গুলিকে অসমে পাচারের উদ্যশ্য ছিল । সেই মতো একটি ট্রাকে ১২ টি মহিষ নিয়ে বিহার থেকে অসমের উদ্যশ্য রওনা হয়েছিল গোপাল থাপা ও গকুল নেপাল নামে দুই পাচারকারী ।
এরা দু’জনই অসমের বাসিন্দা । শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে হয়ে অসম যাওয়ার পথেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজেপি থানার পুলিশ ট্রাকটিকে ফুলবাড়িতে আটক করে তাতে তল্লাশি চালালে ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয় ওই মহিষ গুলি ।
কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ । বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যাবহৃত ট্রাকটিকে । ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।