শিলিগুড়ি , ৮ অগাষ্ট : প্রধান নগর থানা দুটি পৃথক ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো | গ্রেপ্তার করা হয়েছে দুই ছিনতাইকারীকে । গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম বিশ্বজিৎ রায় এবং রাজেশ সিং । অভিযুক্ত উভয়ই রাজগঞ্জ থানার ফাটাপুকুর ইরানি বস্তির বাসিন্দা বলে জানা গেছে।
প্রধান নগর পুলিশ সূত্রে জানা গেছে , দুই জন আলাদা আলাদা ভাবে সমর নগর এবং চম্পাসারি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল।
প্রথম ঘটনাটি ঘটে ২৬ জুন সমর নগর এলাকায় | একজন মহিলার গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার পর সেই মহিলা কে একটি ড্রেনে ঠেলে দেওয়া হয় । ঘটনাটি সিসিটিভি তে ধরা পড়ে ।
দ্বিতীয় ঘটনাটি ২৮ জুলাই চম্পাসারি রোডে প্রকাশ্য দিবালোকে ঘটে , যেখানে এক বাইক আরোহী যুবক একজন মহিলার গলা থেকে চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । এই ঘটনাটিও সিসিটিভিতে ধরা পড়ে ।
প্রধান নগর পুলিশ এই দুটি বড় ঘটনার ধারাবাহিকভাবে তদন্ত করছে । সূত্রের খবর , পুলিশ সুনির্দিষ্ট তথ্য পেয়েছে | যে দুটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত যুবকরা ইরানি বস্তির বাসিন্দা। এই তথ্যের ভিত্তিতে , বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ইরানি বস্তিতে অভিযান চালিয়ে উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আজ উভয় অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে | যেখানে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং ছিনতাই করা চেন উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করেছে।
অভিযুক্তদের বিরুদ্ধে আরও কত ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে তা জানার চেষ্টা করছে ।