শিলিগুড়ি , ৩০ এপ্রিল : শিলিগুড়ির বাঘাযতীন কলোনির এক গৃহবধূর চেন ছিনতাইয়ের ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল প্রধান নগর থানার পুলিশ ।
গতকাল গুরুং বস্তি এলাকায় এক মহিলা বাজার করছিলেন । সেই সময় ২ যুবক মোটরবাইকে করে এসে ওই মহিলার গলার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । এরপর ওই মহিলা চিৎকার করলে ভিড় জমে যায় এলাকায় ।
ওই দুই দুষ্কৃতী কে ধরা সম্ভব হয়নি সে সময় । এরপর ওই মহিলা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানায় লিখিত অভিযোগ জানান । এরপর প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং ঘটনার তদন্তে নামে ।
খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ । এরপর বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে চিহ্নিত করা হয় দুই ছিনতাইকারীকে । গতকাল রাতেই শিলিগুড়ি জংশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই দুষ্কৃতীকে | বাজেয়াপ্ত করা হয় তাদের মোটরবাইকটি ।
ধৃতদের নাম মুজিবুর রহমান এবং বিশ্বজিৎ চৌধুরী । ধৃত ২ দুষ্কৃতী শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার অম্বিকানগরের বাসিন্দা । আজ ধৃতদের আদালতে তুলে রিমান্ডে নিয়ে ওই ৩১ গ্রাম সোনার চেনটি উদ্ধারের চেষ্টা চালাবে প্রধান নগর থানার পুলিশ ।