Khabar Samay Bangla Blog অপরাধ Crime : গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার
অপরাধ

Crime : গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ৭ মার্চ : গরু ও মহিষের পর এবার গাঁজা পাচার বানচাল করল ফাঁসিদেওয়ার বিধাননগর থানার পুলিশ । গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি চারচাকা গাড়ি তল্লাশি করে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ২৬ কিলো গাঁজা । পাচারের আগেই গাঁজা সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ । সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরে থাকা দুই যুবক স্নেহাশীষ বর্মন ও বুদ্ধদেব বর্মনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় ।
পুলিশ সূত্রে খবর এদের দু’জনের বাড়ি কোচবিহার এলাকায় | কোচবিহার থেকেই গাড়িতে করে রায়গঞ্জের উদ্দেশ্যে গাঁজা পাচার করা জন্য নিয়ে যাচ্ছিল । ২৬ কিলো গাঁজার বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকার বেশি । আজ ধৃত দুজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version