January 15, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৩ জানুয়ারী : গৃহবধূর সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় সাফল্য শিলিগুড়ি পুলিশের | উদ্ধার চুরি যাওয়া সোনার চেন | গ্রেপ্তার দুই অভিযুক্ত |


গত নভেম্বর মাসের ২২ তারিখ শিলিগুড়ি থানার অন্তর্গত ডাবগ্রাম এলাকার এক মহিলার গলার সোনার চেন ছিনতাই এর ঘটনা ঘটে সাত সকালে ।
অভিযোগ দুই যুবক স্কুটিতে করে এসে ওই মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে চম্পট দেয় ।
তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে ওই মহিলা নিজের বাড়ির একটি মুদির দোকানে বসে ছিলেন | ওই দুই যুবক বিভিন্ন জিনিস কেনার অছিলায় বেশ কয়েকবার ওই দোকানে গিয়েছিল | সুযোগ বুঝে ওই মহিলার গলা থেকে চেন ছিনিয়ে চম্পট দেয় ।

অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করে । বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চালায় । অবশেষে মেলে সাফল্য । গ্রেপ্তার করা হয়েছে দুই দুষ্কৃতীকে । উদ্ধার গৃহবধূর চুরি যাওয়া সোনার চেন ।

কিন্তু অবাক করার বিষয় , ধৃত দু’জনেই আরও একটি অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রধাননগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সংশোধনাগারে রয়েছে ।


বিভিন্ন সূত্রের মাধ্যমে চিহ্নিত করার পর শিলিগুড়ি থানার পুলিশ আদালতের কাছ থেকে দুই যুবককে সুন এরেস্ট এর আবেদন করে তাদেরকে হেফাজতে নিয়ে তল্লাশি চালিয়ে ওই সোনার চেনটি উদ্ধার করে ।

বৃহস্পতিবার শিলিগুড়ির হায়দারপাড়ার শরৎচন্দ্র পল্লীর বাসিন্দা রানা রায় এবং রাজ বর্মনকে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে রাজ বর্মনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার সোনার চেনটি ।
ধৃত দু’জনকেই আজ পুনরায় আদালতে তোলে শিলিগুড়ি থানার পুলিশ । অপরদিকে সোনার চেন উদ্ধার হওয়ায় খুশি ওই গৃহবধূ এবং তার স্বামী সাধন সাহা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *