December 3, 2024
Sevoke Road, Siliguri
Uncategorized

Theft : শপিং মলে চুরির ঘটনায় গ্রেপ্তার ম্যানেজার সহ দুই

শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : শিলিগুড়ির সেবক রোডে একটি শপিং মলে চুরির অভিযোগে সেখানকার ম্যানেজার সহ এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃত ম্যানেজারের নাম সুব্রত ঘোষ (৩৪) এবং কর্মীর নাম তাপস পোদ্দার (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে , গত রবিবার রাতে এক ব্যক্তি বোরখা পড়ে সেবক রোডের শপিং মলে আসে । এরপর সেখানকার স্টোর রুমে লুকিয়ে পড়ে সে । স্টোর বন্ধ হতেই ব্যক্তি বেরিয়ে প্রথমে সমস্ত সিসিটিভি ক্যামেরার তার কেটে দেয় । এরপর ক্যাশ বাক্স ভেঙে নগদ ৪ লক্ষ টাকা এবং সিসিটিভি এর ডিভিআর চুরি করে ফের স্টোর রুমে লুকিয়ে পড়ে সে।

সোমবার স্টোর খোলার পর সুযোগ বুঝেই বেরিয়ে যায় ওই ব্যক্তি ।

পরবর্তীতে চুরির ঘটনা নজরে আসতেই স্টোর কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্টোরের ম্যানেজার সহ এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত দু’জনকে আদালতে পাঠানো হয়েছে । এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে সেখানকার এক নিরাপত্তা কর্মী । তার খোঁজও শুরু করেছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *