শিলিগুড়ি , ২২ মার্চ : নির্মল শহর গড়ার ক্ষেত্রে আরোও একধাপ এগিয়ে রইল শিলিগুড়ি পুরনিগম ।
টার্গেট “শুন্য গার্বেজ” শহর গড়ার । সেই লক্ষ্যতে এগোচ্ছে শিলিগুড়ির বর্তমান পুরবোর্ড । এ কারণে আরও ৫ টি ট্রিপার ডাম্পার শহরে নামালেন মেয়র গৌতম দেব । সবুজ পতাকা নাড়িয়ে তার সূচনা করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার , জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ অন্যান্য মেয়র পারিষদরা ।
বর্তমানে ২২২ টি গাড়ি জঞ্জাল অপসারনের কাজে লাগানো হচ্ছে । তারমধ্যে আরও ৫টি গাড়ি সংযোজন করা হল । তাতে শহরের জঞ্জাল অপসারণের ক্ষেত্রে আরও অগ্রগতি হবে বলে আশাবাদী মেয়র গৌতম দেব ।