শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ১০ দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে ডিজিট্যাল এক্স-রে মেশিন পরিষেবা। এক্স -রে মেশিন খারাপ হওয়ায় বাইরের বেসরকারি হাসপাতাল ও বাইরের দোকান থেকে টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে রোগীদের । এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের ।
গত বছর ১৯ নভেম্বর নকশালবাড়ি হাসপাতালে এক্স-রে মেশিন বসানোর পর এই প্রথম খারাপ হয়ে পড়ল এক্স রে । আর এর জেরে অসুবিধায় পড়তে হচ্ছে হাসপাতালে আসা বিভিন্ন এলাকার রোগীদের । হাসপাতাল সূত্রে খবর প্রতিদিন বিনামূল্যে ৩৫-৪০ জনের এক্স রে করানো হয়। বাইরে থেকে করতে গিয়ে ৩০০-৫০০ টাকা খরচ হচ্ছে । দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান রোগীরা।
অন্যদিকে নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কুন্তল ঘোষ টেলিফোনে জানান ৩-৪ দিন ধরে খারাপ হয়েছে । সিআর সিস্টেমের জন্য এই অসুবিধা । ইঞ্জিনিয়ারদের জানানো হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি । নকশালবাড়ি হাসপাতাল নকশালবাড়ি খড়িবাড়ি পানিঘাটার প্রায় ১০০ গ্রামের মানুষের ওপর নির্ভরশীল।