Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Doctor : গরীবের ডাক্তারের সঙ্গে দেখা করলেন বিধায়ক
উত্তরবঙ্গ জীবনধারা

Doctor : গরীবের ডাক্তারের সঙ্গে দেখা করলেন বিধায়ক

শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : দীর্ঘ ২৩ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে চলছেন উত্তর একটিশালের বাসিন্দা ডাক্তার স্বপন রায় । নিজের বাবাকে সঠিক চিকিৎসা না দিতে পেরে মৃত্যু হয় ডাক্তার স্বপন রায়ের বাবার । তখন থেকেই মনে জেদ নিয়ে ডাক্তার হয়ে গরিব মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্য ঠিক করেন তিনি।

এখনও বাড়িতে ফুটো টিনের চালের নিচে থাকেন তিনি | তবুও শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা করে তাদের সুস্থ করে তোলেন।

বুধবার সেই গরীবের ডাক্তারের বাড়িতে হাজির হলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । তিনি গিয়ে দেখলেন বাড়িতে দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য এসেছেন । এরপর দীর্ঘক্ষণ কথা বললেন সকলের সঙ্গে । ওনাকে দেখতে পেয়ে খুশি গরীবের ডাক্তার স্বপন রায় ও । এদিন দেখা করার পাশাপাশি ওনার হাতে একটি অক্সিমিটার তুলে দেন বিধায়ক । তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই সরকারের সঙ্গে কথা বলে ওনার জন্য কিছু একটা ব্যবস্থা করবেন ।

এদিন বিধায়ক শংকর ঘোষ জানন , বহু বছর ধরে বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছেন গরীবের ডাক্তার । তাই তিনি আজ নিজে দেখা করে গেলেন । সর্বদা সব রকম ভাবে ওনার পাশে রয়েছেন বলে ও আশ্বাস দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version