October 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Technology : ট্রাফিক নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তি সিকিমের রাস্তায়

সিকিম ,  ১৮ মে  :   সিকিমের রাস্তায় চালু হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার । যার জেরে ২৫ মে থেকে সিকিমে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে । ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এ বার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার হতে চলেছে । মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সিকিমের পরিবহণ দপ্তরের সচিব রাজ যাদব ।

নির্দেশিকায় জানানো হয়েছে , প্রাথমিক ভাবে চারটি কেন্দ্র থেকে এআই প্রযুক্তি কাজে লাগানো হবে। পরবর্তীকালে ওই সংখ্যা আরও বাড়ানো হবে । ভারতের মধ্যে এআই প্রযুক্তি দিয়ে যান নিয়ন্ত্রণ এখনও পর্যন্ত দিল্লিতে চালু রয়েছে । এবার হতে চলেছে সিকিমে ।

এআই প্রযুক্তি ব্যবহার করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে কৃত্রিম সাহায্যে । রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের তরফে আবেদেন করে জানানো হয়েছে যে, সিকিমের রাস্তায় যাতায়াতকারী চারচাকা এবং বাইকচালকরা যেন তাদের কাগজপত্র আপডেট করে রাখে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *