November 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tiger : একই দিনে দু’বার চিতাবাঘের হানা , জখম ২ , বিক্ষোভ শ্রমিকদের

নাগরাকাটা , ৯ নভেম্বর : এক দিনে দু’বার চিতাবাঘের হানা কলাবাড়ি চা বাগানে , বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা |

সকাল-সন্ধ্যা মিলে এক দিনে দুই বার চিতাবাঘের হামলার ঘটনা ঘটল নাগরাকাটার কলাবাড়ি চা বাগানে । শুক্রবার সকালে চিতাবাঘের হানায় জখম হয়েছিলেন ঝালো ওরাওঁ (৫৫) নামে এক শ্রমিক ।

গতকাল সন্ধ্যায় চিতাবাঘের হানায় জখম হন লব ওরাওঁ (২৪) নামে অপর এক চা শ্রমিক। ওই তরুণের সঙ্গে চিতাবাঘের রীতিমত খন্ডযুদ্ধ চলে । কোনও ভাবে প্রাণে বেঁচে ফেরেন লব ।প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৮ টায় । দ্বিতীয়টি সন্ধ্যা ৬ টা নাগাদ। বাগানের ১০ নম্বর সেকশনেই দুটি হামলা হয় । ফলে একই চিতাবাঘের কাণ্ড বলে অনুমান করা হচ্ছে । এই নিয়ে গত ৩ মাসে কলাবাড়িতে চিতাবাঘের হামলায় জখমের সংখ্যা দাঁড়াল ৬ ।

বারবার চিতাবাঘের আক্রমনে তুমুল ক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় শ্রমিকরা । তারা দ্রুত পদক্ষেপ এর দাবিতে সরব হন ।

বনদপ্তরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন , দূর্ভাগ্যজনক ঘটনা । আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার তারা বহন করছে । চিতাবাঘের উপদ্রব রোধে সবরকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে ।

স্থানীয় সূত্রের খবর , লোকনাথ লাইনের বাগানের রাস্তা দিয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরছিলেন লব ওরাওঁ। সে সময় ওই ১০ নম্বর সেকশন লাগোয়া স্থানে অতর্কিতে চিতাবাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ে । সারা শরীরে বুনোটি থাবা বসিয়ে দেয়। বেশ কিছুক্ষণ ধরে চিতাবাঘের সঙ্গে তরুণের লড়াই চলে। পরে চিতাবাঘের কবল থেকে রক্ষা পেয়ে নিজেই ক্ষতবিক্ষত অবস্থায় দৌঁড়ে বাগানের হাসপাতালে আসেন।

গোবিন ছেত্রী নামে এলাকার এক সমাজসেবী জানান , ‘হাড়হিম করা ঘটনা । বাগান আতঙ্কে রয়েছে। বন দপ্তরকে বলা হয়েছে দ্রুত কার্যকরী পদক্ষেপ করতে । নয়ত জনরোষ তৈরি হবে।

কলাবাড়ি বাগানের ম্যানেজার কল্লোল রায় বলেন , ‘বনদপ্তর খাঁচা পেতে রাখলেও লাভ হচ্ছে না। টোপ হিসেবে দেওয়া ছাগল বড় হয়ে গেলেও চিতাবাঘের দেখা নেই । এদিকে একের পর এক এমন ঘটনা দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *