April 3, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন

শিলিগুড়ি , ২ মার্চ : ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন জন । খড়িবাড়ির বুড়াগঞ্জের দিক থেকে একটি বাইকে করে ৩ জন কাজের উদ্দেশ্যে নকশালবাড়ি দিকে আসছিলেন | উল্টোদিক থেকে একটি বালি বোঝাই ট্রাক্টর বুড়াগঞ্জের দিকে যাচ্ছিল । নকশালবাড়ির রথখোলা এলাকায় অন্য একটি বাইককে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় |

আহত বাইক আরোহীদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠালে আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তাদের । আহতরা হলেন সুবোধ সিংহ ,হরিপদ সিংহ ,বকুল সিংহ , সকলেই খড়িবাড়ির বুড়াগঞ্জের রায়মতির বাসিন্দা।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ । ঘটনায় পলাতক রয়েছে ট্রাক্টর চালক । ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *