December 3, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে , মৃত ৩

কালিম্পং , ৫ জুন : পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে । লাভা থেকে কালিম্পং এ যাওয়ার পথে পাথর ঝোড়ার কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের প্রায় ৫০০ ফিট গভীর খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই চালক সহ তিনজনের মৃত্যু হয় ।

গাড়িতে একই পরিবারের চারজন ছিল । গাড়ি দুর্ঘটনার ফলে মৃত্যু হয় নিতেশ ছেত্রী , বিনোদ ছেত্রী ও ১০ মাসের শিশু কন্যার । তবে ভাগ্যের জেরে প্রাণে বাঁচে বিনোদ ছেত্রীর স্ত্রী ও তার বড় ছেলে । পুলিশ সূত্রে জানা গিয়েছে , গতকাল ওই পরিবারের সদস্যরা ওই গাড়িতে করেই পাথর ঝোড়ার কাছে এসেছিলেন । পরে রাতে ফের ওই গাড়িতে করেই কালিম্পং এর উদ্দেশ্যে ফিরছিলেন সেই সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় ।

এরপরই বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *