শিলিগুড়ি , ১৪ মে : টিকিয়াপাড়া থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৩ ।
এক মহিলা ও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ | পুলিশের কাছে খবর আসে পাচারকারীরা শিলিগুড়ি টিকিয়াপাড়া এলাকায় ব্রাউন সুগারের হাত বদল করতে চলেছে । এরপরই টিকিয়াপাড়া এলাকায় অভিযানে নামে শিলিগুড়ি থানা পুলিশ ।
পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ হাতেনাতে ধরতে সক্ষম হয় সেই মহিলা সহ দু’জন যুবককে । ধৃতদের কাছে থেকে উদ্ধার হয় প্রায় ৪৫৫ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ত্রিশ হাজার টাকা ও তিনটি মোবাইল ।
পাশাপাশি পাচারের কাজে ব্যবহারকারী স্কুটিও বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি থানার পুলিশ । ধৃতদের নাম ভারতী মন্ডল মালদা কালিয়াচকের বাসিন্দা | সুশান্ত সিদ্ধার্থ শিলিগুড়ি বানেশ্বর মোড়ের বাসিন্দা এবং রাজকুমার মাল্লাগুড়ির বাসিন্দা ।
আজ ধৃত তিন জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করবে শিলিগুড়ি থানার পুলিশ । পাশাপাশি টিকিয়াপাড়া এলাকায় কার কাছে ব্রাউন সুগার পাচার করতে এসে পৌঁছেছিল এই তিন জন , সে বিষয়েও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ ।