December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : পাচারের আগে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ২৭ অক্টোবর : সাফল্য স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানা পুলিশের । শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়ার তুম্বা জোত এলাকা থেকে একটি দুই চাকার স্কুটি , ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ জন কে গ্রেপ্তার করা হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে মাটিগাড়ার তুম্বা জোত এলাকায় একটি স্কুটি করে তিন ব্যক্তি ব্রাউন সুগার পাচারে উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে । গোপন সূত্রে খবর পাওয়ার পর স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় । অভিযুক্তদের হাতেনাতে ধরা ফেলা হয় এবং তাদের তল্লাশি চালিয়ে গাড়ির ডিকি থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ।

যার বাজার মূল্য লক্ষাধিক টাকা । ধৃত তিন ব্যক্তির মধ্যে দুই জনের বাড়ি মালদার কালিয়াচক এলাকায় ও অপর এক ব্যক্তির বাড়ি কোচবিহার এলাকায়। তাদের তিন জনের নাম কৃষ্ণ বর্মন , এম ডি অকরুজ জামাল , বিলাল শেখ ।

এই তিন জন মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে । রবিবার ধৃত তিন জন কে শিলিগুড়ি আদালতে হাজির করা হয় । ঘটনার তদন্ত করে দেখছে মাটিগাড়ার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *