শিলিগুড়ি , ২১ নভেম্বর : কলকাতার এক নামিদামি ক্যাটারারের শিলিগুড়িস্থিত নিজস্ব গুদাম থেকে দীর্ঘ তিন চার মাস ধরে ধাপে ধাপে চুরি চলছিল বলে অভিযোগ । শিলিগুড়ির পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডে রয়েছে এই গুদাম | এলাকার একটি গুদাম থেকে অল্প অল্প করে সেই সামগ্রী চুরি করে বিক্রি করছিল তিন দুষ্কৃতী । ধৃতদের নাম গোপাল দাস , সিন্টু দাস ও প্রদীপ রায় । তিন জনেরই বাড়ি জ্যোতি নগর এলাকায় ।
ক্যাটারার সংস্থার মালিক ১৯ নভেম্বর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ । এরপর বাঁশঝার এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে , এখনও পর্যন্ত চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি । আজ ধৃত তিন জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয় ।

