শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ ।
অসম থেকে বিহারে গাঁজা পাচারের সময় পুলিশের হাতে আটক ফুল পাঞ্জাব ট্রাক | গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে ।
অভিযুক্ত তিনজনই বিহারের বাসিন্দা । ধৃতদের নাম রিনটু কুমার প্রসাদ , রাজু যাদব ও ইন্দ্রদেব প্রসাদ । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। একটি ফুল পাঞ্জাব ট্রাকে গোপন চেম্বার বানিয়ে এই ৩২১ কেজি গাঁজা পাচার করছিল অভিযুক্তরা। সোমবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের কাছে খবর আসে , ফুলবাড়ি হয়ে ওই ট্রাকে গাঁজা পাচার হচ্ছে , খবর পাওয়া মাত্রই ফাঁদ পাতে নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ।
ফুলবাড়ীর একটি ধাবার কাছে ওই ফুল পাঞ্জাব ট্রাকটিকে আটক করতে সমর্থ হয় পুলিশ। ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৩২১ কেজি গাঁজা , এরপর ম্যাজিস্ট্রেট পর্যায়ের পুলিশকর্তার উপস্থিতিতে এনডিপিএস ধারায় মামলা রুজু করে অভিযুক্ত রিনটু কুমার প্রসাদ, রাজু যাদব, ইন্দ্রদেব প্রসাদ কে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।
পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এই বিপুল পরিমাণ গাঁজা অসম থেকে বিহারে পাচার করা হচ্ছিল । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা । অভিযুক্তদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের কাছে পৌঁছতে চাইছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।