শিলিগুড়ি , ১৬ অগাষ্ট : সিনেমার কায়দায় চুরি , গাড়ির পিছু নিয়ে সেখান থেকে জিনিসপত্রের ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । কিন্তু তাতেও শেষ রক্ষা হল না । অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমে পুলিশের হাতে ধরা পড়ল দুষ্কৃতীরা ।
চলতি মাসের ৭ তারিখের ঘটনা । জানা গিয়েছে , তামাকজাত বেশ কিছু সামগ্রী নিয়ে বিভিন্ন দোকানে ডেলিভারী দিতে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। শিলিগুড়ির প্রধান নগর এলাকা দিয়ে জিনিসপত্র গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই গাড়ির পিছু নিয়েছিল দুই যুবক , টের পায়নি পিকআপ ভ্যান এর চালক । আর স্পিড ব্রেকারের সামনে গিয়ে পিকআপ ভ্যান চালক গাড়ি স্লো করতেই , সুযোগ নেয় চোরেরা । গাড়ি স্লো হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আস্তে করে সেখান থেকে একটি কার্টন নিয়ে চম্পট দেয় চোরেরা । যদিও শেষ রক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়েই গেল দুষ্কৃতীরা । ওই দিনই অভিযোগ দায়ের করা হয় প্রধান নগর থানায় ।
অভিযোগের ভিত্তিতে প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে এবং তাদের খোঁজ শুরু করে।
অবশেষে গতকাল প্রধাননগর থানার পুলিশ অভিযুক্ত দুই যুবক মহম্মদ নুরজামাল ও হারাধন ঘোষকে গ্রেপ্তার করে । তারা দু’জনেই ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।
জেরা করে পুলিশ জানতে পারে , চুরি করা জিনিস তারা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা মাননা-কে বিক্রি করেছে। এরপরে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বাপ্পা মাননাকেও গ্রেপ্তার করে । আজ তিন জনকেই শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে ।