শিলিগুড়ি , ১১ সেপ্টেম্বর : থ্রেট কালচারে অভিযুক্ত পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। বহিষ্কার করা হয়েছিল তাদের । কিন্তু সেই সিদ্ধান্ত বদল হয়ে গেল অবশেষে । তাদের শাস্তি লঘু করা হল বুধবারের কলেজ কাউন্সিলের বৈঠকে ।
জানানো হয়েছে , তাদের ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে । এই পরিস্থিতিতে তারা কলেজের তরফে কোনও প্রকার সুযোগ সুবিধা পাবে না ৷ এমনকি আগামীতেও হস্টেল ব্যবহারের সুযোগও মিলবে না।
হঠাৎ করে সিদ্ধান্ত বদল। তদন্ত কমিটির দেওয়া রিপোর্টের পর তাদের বহিষ্কার করা হলেও পরে কেন ছয় মাসের জন্য সাসপেন্ড তার সদুত্তর অবশ্য সঠিকভাবে মেলেনি ৷ এক্ষেত্রে অবশ্য কলেজ কর্তৃপক্ষ হিউম্যান গ্রাউন্ড তুলে ধরেছে । সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তবে কি কোনও চাপের কাছে নতি স্বীকার করল কলেজ কর্তৃপক্ষ ? কেন আচমকাই সিদ্ধান্ত বদল তার উত্তর খুঁজছে উত্তর |