শিলিগুড়ি , ১৮ জুলাই : চুরি করতে ঢুকে গৃহস্থের হাতে ধরা পড়ে গেল দুস্কৃতি | ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় এলাকায় ।
গত ১৫ তারিখ ভক্তিনগর থানার আনন্দ বিহার কলোনি এলাকার অম্লান জ্যোতি সরকারের বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি যায় । এরপর ওই চুরির বিষয় নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অম্লান জ্যোতি সরকার ।
ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে অভিযুক্তকে চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। এর মাঝে ঘটে বিপত্তি । অভিযুক্ত আবারও একই আবাসনেই চুরি করতে ঢুকে ধরা পড়ে যায় গৃহস্থের হাতেই । বুধবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আনন্দ বিহার কলোনি এলাকায়। অভিযুক্তকে হাতেনাতে ধরে বেধরক মারধর করেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় ভক্তিনগর পুলিশকে ।
পুলিশ এসে ক্ষুব্ধ এলাকাবাসীদের হাত থেকে অভিযুক্ত রাকেশ মিস্ত্রিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার গভীর রাতে বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ আনন্দবিহার কলোনী এলাকা থেকে চুরি যাওয়া অম্লান জ্যোতি সরকারের ল্যাপটপ , দামি দামি ঘড়ি , দামি পারফিউম , পেনড্রাইভ সহ প্রয়োজনীয় সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় ।
ধৃত রাকেশ মিস্ত্রি খোলাচাঁদ ফাপরি এলাকার বাসিন্দা । অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।