শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : মন্দিরে চুরির অভিযোগে গ্রেপ্তার | ২৪ ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ।
শহরে কখনও চুরির ঘটনা , কখনও বা ছিনতাইয়ের ঘটনা যেন রোজকার ব্যাপার |
আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশের বড় সাফল্য । মাঝরাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। অভিযুক্তের নাম রঞ্জন দাস ওরফে ভুলন ।
বাড়ি পূর্ব চয়ন পাড়া এলাকাতেই । পূর্বচয়ন পাড়ারই একটি শিবমন্দিরে গত ১৩ ডিসেম্বর রাতে চুরির ঘটনা ঘটে । রাতের অন্ধকারে মন্দিরে চূঁড়া চুরি করে নিয়ে পালায় অভিযুক্ত । এরপর চুরি করা সামগ্রী সমস্তটা বাড়িতেই লুকিয়ে রেখেছিল সে ।
১৪ তারিখ ঘটনা সামনে আসতেই মন্দির কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে আশিঘর ফাঁড়িতে । ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই মেলে সাফল্য । গ্রেপ্তার করা হয় রঞ্জনকে । এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে চুরি করা সমস্ত জিনিস উদ্ধার করা হয় । সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

