শিলিগুড়ি , ৩ ডিসেম্বর : ভক্তিনগর থানার পুলিশ গাড়ির চালক সহ ত্রিশটি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি পিকআপ ভ্যানকে বাজেয়াপ্ত করল ।
চালকের নাম সুশীল শাহ । ধৃত সিকিমের বাসিন্দা ।গতকাল ভক্তিনগর পুলিশের কাছে খবর আসে ,শিলিগুড়ি থেকে একটি পিকআপ ভ্যানে করে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে ।
খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয় । ভক্তিনগর থানার চেকপোস্ট এলাকায় ওত পেতে থাকে পুলিশ । মাটিগাড়া থেকে একটি পিকআপ ভ্যান শালুগাড়ার দিকে আসছিল । গাড়িটিকে আটকে তল্লাশি চালায় পুলিশ |
গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের জন্য কোন বৈধ কাগজ দেখতে পারেনি চালক । এরপর চালককে গ্রেপ্তার করে পুলিশ | পুলিশের প্রাথমিক অনুমান ,গ্যাস সিলিন্ডার গুলি চুরি করে সিকিমে নিয়ে যাওয়া হচ্ছিল ।
ধৃত ব্যক্তিকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।
অপরাধ
Police : গ্যাস সিলিন্ডার চুরি করে সিকিমে পাচারের সময় গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- December 3, 2024
- 0 Comments
- Less than a minute
- 172 Views
- 22 hours ago