December 22, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : গাড়ি চুরির তদন্তের কিনারা , গ্রেপ্তার এক

শিলিগুড়ি , ২৫ নভেম্বর : শিলিগুড়ি শহরের ভক্তিনগর থানা এলাকার আশরাফনগর থেকে একটি গাড়ি চুরি গিয়েছিল ২১ তারিখ । ওই গাড়ির মালিক সিকিম ঘুরতে গিয়েছিলেন । সিকিম থেকে ফিরে এসে গতকাল দেখেন তার গাড়িটি নেই ।

এরপর বিষয়টি নিয়ে তিনি গতকাল ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি । ভক্তিনগর থানার পুলিশ ওই গাড়িটিকে মালদা জেলার রতুয়া থেকে উদ্ধার করে । গাড়ির জিপিআরএস লোকেশন থেকে এই গাড়িটিকে চিহ্নিত করা হয় । এরপর মালদা জেলার পুলিশের সাহায্য নিয়ে গাড়িটি উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মালদা জেলা পুলিশের সাহায্য নিয়ে ভক্তিনগর থানার পুলিশ গ্রেপ্তার করে আইহান সরফরাজ ,মাসুদ আলম এবং শামিম আক্তার কে ।

ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া গাড়িটি । ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *