শিলিগুড়ি , ২১ এপ্রিল : একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক , অন্যদিকে শহরের প্রভাবশালী তৃণমূল নেতা ও কাউন্সিলর—এই দুই ভূমিকাতেই পরিচিত রঞ্জন শীলশর্মা । সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করে তুমুল উত্তেজনা সৃষ্টি করেন তিনি । এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন রঞ্জন শীলশর্মা | কখনও “থুতু কান্ড” কখনও শিক্ষিকার সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনামে | ফের প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তর ঘেরাও করেও আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ | সংযত থাকতে পড়লেন না তিনি | পুনরায় দপ্তর ঘেরাও কর্মসূচীতে নিন্দার ঝড় সর্বত্র |
তার অভিযোগ , এক শিক্ষককে নিয়মবহির্ভূতভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে । এই বিষয়ে সংসদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , উত্তেজনার বশে রঞ্জনবাবু চেয়ার ছেড়ে উঠে টেবিলে ঘুষিও মারেন।
এই ঘটনার পর শিক্ষা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে । অনেকেই প্রশ্ন তুলেছেন , একজন জনপ্রতিনিধি ও শিক্ষক হিসেবে এমন আচরণ কতটা শোভনীয়।