September 7, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা জলপাইগুড়ি

Forest : খাঁচায় ধরা পড়লো স্ত্রী চিতাবাঘ নেওড়া চা বাগানে

মালবাজার , ২৩ জুলাই : বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো স্ত্রী চিতাবাঘ নেওড়া চা বাগানে । গত শুক্রবার চা বাগানের ১৬ নম্বর আবাদি এলাকায় পাতা খাঁচায় ধরা পড়েছিল এক পুরুষ চিতাবাঘ । এবার ৫ দিনের মাথায় খাঁচায় ধরা পড়ল স্ত্রী চিতাবাঘ |

শ্রমিকরা জানিয়েছেন , মাঝেমধ্যে শ্রমিক মহল্লার ছাগল , শুয়োর সহ অন্যান্য গবাদি পশুর উপর হামলা চলছিল পুরুষ চিতাবাঘটি ধরা পড়ার পর ও | এরপর শ্রমিকদের আবেদনে চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে বন কর্মীরা আবার খাঁচা পাতে । 
মঙ্গলবার সকালে শ্রমিকরা দেখতে পায় খাঁচায় আটক হয়েছে চিতাবাঘটি । মুহুর্তে ভিড় জমে যায় । খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রান স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করেন । বনকর্মীরা জানায় , এ দিনের চিতাবাঘটি পুর্নবয়স্ক স্ত্রী । প্রাথমিক পর্যবেক্ষণের পর আবার বনাঞ্চলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *