Wood : কাঠ পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই
শিলিগুড়ি , ৫ জুন : আজ ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির রেঞ্জ অফিসার দীপক রাসাইলি-এর নেতৃত্বে একটি অভিযান চালানো হয় । রাত প্রায় ৩টা নাগাদ এনএইচ-৫৫ এর রংটং রেলস্টেশনের কাছে একটি WB-73F-0055 নম্বরযুক্ত শিলিগুড়িগামী গাড়িকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করে […]