DYFI : উত্তরকন্যা অভিযান DYFI এর
শিলিগুড়ি , ২৬ মার্চ : আগামী ২৮ মার্চ বেকার বিরোধী দিবস কে সামনে রেখে উত্তরকন্যা অভিযান করতে চলেছে ডিওয়াইএফআই । পুলিশ অনুমতি না দিলেও উত্তরকন্যায় গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে ডিওয়াইএফআই । বুধবার শিলিগুড়িতে জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি । রাজ্যে […]