Teacher : শিক্ষক বদলি নিয়ে প্রতিবাদ মাত্রা ছাড়ালো , রঞ্জনের আচরণে উঠছে প্রশ্ন
শিলিগুড়ি , ২১ এপ্রিল : একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক , অন্যদিকে শহরের প্রভাবশালী তৃণমূল নেতা ও কাউন্সিলর—এই দুই ভূমিকাতেই পরিচিত রঞ্জন শীলশর্মা । সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করে তুমুল উত্তেজনা সৃষ্টি করেন তিনি । এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন রঞ্জন শীলশর্মা | কখনও “থুতু কান্ড” কখনও শিক্ষিকার সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনামে | […]