শিলিগুড়ি , ১২ জুলাই : আজ শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল কংগ্রেস । শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নেতৃত্বে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয় । যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে |
এদিন মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক । রাজ্যে অশান্তি বরদাস্ত নয় , বাংলায় এনআরসি নয় এমন একাধিক ইসুতে স্লোগান তোলে তৃণমূল কংগ্রেস । শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই মিছিল শুরু হয়ে হাসমিচক হয়ে গোটা হিলকার্ট রোড পরিক্রমা করে ।
মিছিলে পা মেলান শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। তৃণমূলের বিভিন্ন সেলের কর্মী সদস্যরা ও মিছিলে পা মেলান।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন বিজেপি শিলিগুড়িকে অশান্ত করার চেষ্টা করছে । সম্প্রতি শিলিগুড়িতে বেশ কয়েকটি ঘটনা বিজেপির জন্যই ঘটেছে বলে অভিযোগ মেয়র গৌতম দেবের ।
অপরদিকে আজকের তৃণমূলের এই মিছিল নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের কটাক্ষ , গোটা রাজ্যে রয়েছে ‘শ্মশানের শান্তি’ । বাংলার মানুষ জানে বাংলাকে কারা অশান্ত করছে । মুর্শিদাবাদ , মালদা , শিলিগুড়ি সব জায়গাতেই শ্মশানের শান্তি বিরাজ করছে ।