Court : গাড়ি চুরির তদন্তের কিনারা , গ্রেপ্তার এক
শিলিগুড়ি , ২৫ নভেম্বর : শিলিগুড়ি শহরের ভক্তিনগর থানা এলাকার আশরাফনগর থেকে একটি গাড়ি চুরি গিয়েছিল ২১ তারিখ । ওই গাড়ির মালিক সিকিম ঘুরতে গিয়েছিলেন । সিকিম থেকে ফিরে এসে গতকাল দেখেন তার গাড়িটি নেই । এরপর বিষয়টি নিয়ে তিনি গতকাল ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি । ভক্তিনগর থানার পুলিশ ওই গাড়িটিকে মালদা জেলার […]