শিলিগুড়ি , ২০ এপ্রিল : গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রাখা সরকারি ত্রিপল চুরি করে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক । ধৃতের নাম মহম্মদ কারিম | ধৃতের বাড়ি শালবাড়ির নয়া বস্তি এলাকায় ।
মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে মোট ১০ টি ত্রিপল চুরির ঘটনা ঘটে । এরপর চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ । শনিবার অভিযুক্ত মাটিগাড়া বাজারে ত্রিপল গুলি বিক্রি করতে এলে তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।