Protest : দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে অবরোধে ব্যবসায়ীরা
শিলিগুড়ি , ৯ মে : দুষ্কৃতীদের তান্ডব ব্যবসায়ীদের ওপর | প্রতিবাদে দোকান বন্ধ করে পথ অবরোধে শামিল হলেন ব্যবসায়ীরা । শুক্রবার সকালে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এনটিএস মোড় এলাকার ব্যবসায়ীরা অবরোধ করে প্রতিবাদ জানায় । স্থানীয় কাউন্সিলর ও পুলিশের আশ্বাসে পরবর্তীতে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা । দু’দিন আগে টিকিয়াপাড়ার কয়েকজন দুষ্কৃতী এসে এনটিএস মোড এলাকার এক […]