Road : অবৈধ পার্কিং এর বিরুদ্ধে সেবক রোডে অভিযান
শিলিগুড়ি ,৭ ফেব্রুয়ারী : শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে চলল বিশেষ অভিযান । শহরের যানজট নিয়ন্ত্রণ করতে ময়দানে ট্রাফিক বিভাগ । রিকভারি ভ্যান সঙ্গে নিয়ে এই অভিযান চলে শিলিগুড়ি সেবক রোডে । ই রিক্সার চাপ কমাতে ইতিমধ্যেই রুট ভাগ করে দেওয়া হয়েছে । চিহ্নিত করে দেওয়া হয়েছে পার্কিং জোন । কিন্তু […]