শিলিগুড়ি ,৭ ফেব্রুয়ারী : শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে চলল বিশেষ অভিযান ।
শহরের যানজট নিয়ন্ত্রণ করতে ময়দানে ট্রাফিক বিভাগ । রিকভারি ভ্যান সঙ্গে নিয়ে এই অভিযান চলে শিলিগুড়ি সেবক রোডে ।
ই রিক্সার চাপ কমাতে ইতিমধ্যেই রুট ভাগ করে দেওয়া হয়েছে । চিহ্নিত করে দেওয়া হয়েছে পার্কিং জোন । কিন্তু তা সত্ত্বেও ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ আসছিল যত্রতত্র অনেকেই যানবাহন রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখছেন । আর এই কারণেই হচ্ছে যানজট । এরপর বিষয়টি নিয়ে ময়দানে নামে ট্রাফিক বিভাগ । বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে শুরু হয় জরিমানা ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ড সহ প্রতিটি ট্রাফিক গার্ড পার্কিং জোন ছাড়া রাস্তাঘাটে যানবাহন থাকলেই হুক লাগিয়ে জরিমানা করা শুরু করেন । শুক্রবার সকালে রিকভারি ভ্যান নিয়ে ময়দানে নামে ট্রাফিক পুলিশ । এখন থেকে রাস্তার উপরে যত্রতত্র যানবাহন পার্কিং থাকলেই রিকভারি ভ্যানের মাধ্যমে তা তুলে নিয়ে যাওয়া হবে এবং জরিমানা করা হবে ।
এদিন অভিযানের প্রথম দিন তাই কোনো গাড়িকে আটক বা জরিমানা না করে তাদের খালি সতর্কতা করা হয় ।