Police : কন্টেনারে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ
শিলিগুড়ি , ২১ ডিসেম্বর : কন্টেনারে করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ীর চুনাভাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৭ টি গবাদি পশু উদ্ধার হয় । শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ী […]