Theft : মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দুই
শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারী : কালী মায়ের মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দুই | বুধবার রাতে নূর আলাম এবং রানা দত্তকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ | ফুলবাড়ীর চুনাভাটি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে কালী মায়ের মন্দিরের লোহার গেট ভেঙ্গে দানবক্স থেকে টাকা পয়সা সহ মায়ের অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা গত সোমবার রাতে । […]