Police : সিভিককে রিমান্ডে নিয়ে উদ্ধার করা হল চুরি যাওয়া চা পাতা
শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : অভিযুক্ত সিভিককে রিমান্ডে নিয়ে উদ্ধার করা হল চুরি যাওয়া চা-পাতা এবং চুরির জন্য ব্যবহৃত বাইক । গত ২৯ শে অগাস্ট চুরির অভিযোগ গ্রেপ্তার হয় সিভিক ভলান্টিয়ার ও তার আরও এক সাগরেদ। ধৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম উত্তম বর্মন , অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী (বিটলা)। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের […]