Animal : মহিষ পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই
শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : পাচারের আগেই পুলিশের হাতে মহিষ সহ দুই পাচারকারী । বিহার থেকে মহিষ গুলিকে অসমে পাচারের উদ্যশ্য ছিল । সেই মতো একটি ট্রাকে ১২ টি মহিষ নিয়ে বিহার থেকে অসমের উদ্যশ্য রওনা হয়েছিল গোপাল থাপা ও গকুল নেপাল নামে দুই পাচারকারী । এরা দু’জনই অসমের বাসিন্দা । শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে হয়ে […]