Crime : চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার , গ্রেপ্তার
শিলিগুড়ি , ২৫ মার্চ : সাত মাস পর চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টায় সফল হল মাটিগাড়া পুলিশ ।মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে , গতবছর অগাষ্ট মাসে শিব মন্দির থেকে একটি মোটর বাইক চুরি যায় । শুভ্রজ্যোতি অধিকারী নামে এক ব্যক্তি তার মোটরবাইকটি রাস্তায় পার্ক করে বাজার করছিলেন । সেই […]