Police : পোস্টাল পার্সেল গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ বাজেয়াপ্ত
শিলিগুড়ি , ৯ সেপ্টেম্বর : গোপন তথ্যের ভিত্তিতে প্রধান নগর থানার পুলিশ একটি পোস্টাল পার্সেল গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ বাজেয়াপ্ত করল । এই ঘটনায় পুলিশ গাড়ির চালক এবং সহ চালককে গ্রেপ্তার করে ।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ খবর পেয়েছিল যে বিহার নম্বর (নম্বর BR 01 GN 5239) সহ একটি ডাক পার্সেল গাড়ি চম্পাসারি জাতীয় […]